ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
হাজী আব্দুস সাত্তার চেম্বার অব কমার্সের পরিচালক হওয়ায় প্রিন্সিপাল ও কুরআনের এক ঝাঁক পাখির অভিনন্দন
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ:
  • ২০২৩-১২-২৫ ০২:৪৬:৪৩

সিরাজগঞ্জ চেম্বার  এন্ড ইন্ডাষ্ট্রি'র হাজী মোঃ আব্দুস সাত্তারকে পরিচালক নির্বাচিত করায় আল-জামিয়াতুল ইসলামিয়া পৌর কবরস্থান মালশাপাড়া মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে ধানবান্ধি মতিন সাহের ঘাটে  সংলগ্ন সততা সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে সমানে হাজী মোঃ আব্দুস সাত্তারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি আব্দুল্লাহ তাহের তাওহিদী , শিক্ষক, ও কুরআনের এক ঝাঁক পাখি।

হাজী আব্দুস সাত্তার বলেন, আমাকে সিরাজগঞ্জ চেম্বার  এন্ড ইন্ডাষ্ট্রি'র পরিচালক হিসেবে নির্বাচিত করায় আমি চেম্বারের সব সদস্য ও নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু,বিশিষ্ট ব্যবসায়ী এস এম মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, হাফেজ মোঃ মোস্তফা কামাল সহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর দুপুরে  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৯তম বার্ষিক সাধারণ নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠান চেম্বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ চেম্বারে প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তমাল হোসেন।সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় হাজী মোঃ আব্দুস সাত্তার পরিচালক হিসেবে শপথ গ্রহণ করেন।

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ