ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে খাদ্য অধিকার আন্দোলন কমিটির নিয়ে মতবিনিময় সভা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-১২-২৫ ০০:৪৮:৫৫

নীলফামারীতে খাদ্য অধিকার আন্দোলন জেলা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা গতকাল সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সার্জন(ভারপ্রাপ্ত) ডা. আবু হেনা মোস্তফা কামাল। 

খাদ্য অধিকার জেলা কমিটির সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান। 

আলোচক হিসেবে কেয়ার বাংলাদেশের মাল্টিসেক্টরালস গর্ভনেন্স এর ম্যানেজার গোলাম রব্বানী ও জানো প্রকল্পের সমন্বয়কারী রেজওয়ানুর রহমান বক্তব্য দেন। 
 
এছাড়াও নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন সভায়।
 
সভায় চলমান পুষ্টি কার্যক্রম এগিয়ে নিতে কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ঐক্যবদ্ধ করে বাস্তবায়ন করার আহবান জানানো হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী