ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালী প্রেসক্লাব এর নির্বাচনে সভাপতি জাফর খান ও সম্পাদক জাকারিয়া হৃদয়
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৩-১২-২৪ ০৮:০৫:৫১

আনন্দঘন পরিবেশে বাষট্টি বছরের ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী কমিটির ( ২০২৩-২০২৪) মেয়াদের নির্বাচন সম্পন্ন।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাফর খান ও সাধারন সম্পাদক হয়েছেন মো. জাকারিয়া হৃদয়।
  
এ ছাড়া নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি পদে মো. সোহরাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক হয়েছেন মো. আতিকুর রহমান, কার্যকরী ৬ টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান বাবলু, কাজী শামসুর রহমান ইকবাল, মো. জাকির হোসেন, আফরিন জাহান নিনা ও স্বপন ব্যানার্জী।

আজ ২৪ ডিসেম্বর রবিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত  প্রেসক্লাবের দোতলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
 
প্রতি বছরের ন্যায় এবছরও   পটুয়াখালী প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে  নির্বাচন সম্পন্ন করার জন্য প্রেসক্লাব কর্তৃক আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক   মো. নূর কুতুবুল আলম  সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জিব দাশকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেন।   প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান শামীম। তাকে সহযোগীতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহাবুদ্দিন মুন্সহ  ও  সার্টিফিকেট পেসকার মো. উজ্জ্বল হোসেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী