ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
৭ জানুয়ারি হবে আত্মমর্যাদার নির্বাচন, সাম্রাজ্যবাদী শক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে-নৌ প্রতিমন্ত্
  • শাহ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৩-১২-২৪ ০৬:৫৭:৪০

দিনাজপুর -২ ( বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, '৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আত্মমর্যাদার নির্বাচন। এ নির্বাচনে সাম্রাজ্যবাদী শক্তিকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এখন সারা দেশে নির্বাচনের আওয়াজ চলছে। দেশ ও দেশের বাহিরে যারা আর্ন্তজাতিক ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে রক্ষা করাই আমাদের এবারের নির্বাচন। এই নির্বাচনের দিকে সকলেরই দৃষ্টি। ৭ই জানুয়ারি নির্বাচন হবে জনগণের ভোটের রায়ের নির্বাচন দেশের আত্মমর্যাদার টিকিয়ে রাখার নির্বাচন।'

শনিবার (২৩ ডিসেম্বর) তিনি দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা ও পথসভায় এ কথা বলেন। এসময় বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়সহ দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভোট প্রচারণায় অংশ নেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী