ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
জনগণ আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমেই জবাব দিবে--- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২৩-১২-২৪ ০৬:৪৪:১৪

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন আগামী ৭ তারিখে জনগণের রায়  ব্যালটের মাধ্যমেই দিবে। আমি বিশ্বাস করি তারা দাঁতভাঙ্গা জবাব পাবে। ব্যালট যুদ্ধে তারা শুচনীয়ভাবে পরাজিত হবে।তিনি আরো বলে, হাইটেক সিটিতে প্রায় ৩লাখ মানুষের কর্মসংস্থান হবে। সড়কের যানজট সৃষ্টির কারণে বিশেষ রেললাইন তৈরি করা হবে। কালিয়াকৈর টু ঢাকা শাটল ট্রেন চলাচল করবে।এতে যানজট অনেকটা কমে আসবে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়  রবিবার সকালে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১ আসনে আওয়ামী লীগের মনোনীত  প্রার্থীর সাথে  গণমাধ্যম কর্মীদের  মতবিনিময় সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ।

বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর ১- আসনের নৌকার প্রার্থী  মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়্যারম্যান এ্যাড. আজমত উল্লাহ খান,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ভিপি  আফজাল হোসেন রিপন সরকার, সুপ্রিম  কোর্টের আইনজীবী এ্যাড. সফিকুল ইসলাম বাবুল, গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির ,
গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক ও সাধারন সম্পাদক মাহতাব উদ্দিন, কালিয়াকৈরে প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা ও নিবার্হী সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকরা।

সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ