ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
নৌকায় ভোট দিয়ে কালো টাকার বিরুদ্ধে লাল কার্ড দেখানোর আহবান ভোটারদের
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-১২-২৩ ০৯:১২:১০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাট-বাজার থেকে শুরু সর্বস্তরের জনগণের কাছে গণসংযোগ, সভা ও সমাবেশ করে ভোট চাইছেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসন থেকে টানা চতুর্থ বারের নৌকার মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। নিয়মিত নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে শনিবার বিকেলে টেংকের উত্তর পাড় ভোরের সাথী সংগঠনের উদ্যােগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভায় ভোরের সাথীর সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ১৪ দলের সমন্বয়ক মো. হেলাল উদ্দিন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন জাতীয় সংসদে আমি বিগত ১৩ বছর যাবত সদর-বিজয়নগর আসনের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। এবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনাদের ভোট প্রার্থণা করার জন্য। আগামী ৭ই জানয়ারী আমাকে যেনো আবার আপনারা ভোট দিয়ে জয় যুক্ত করে সংসদে পাঠান আপনাদের পক্ষ কথা বলার জন্য। বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে আমরা যারা সত্য কথা বলি শেখ হাসিনার চেয়ে বেশি উন্নয়ন কথা রেখে যেতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা যে উন্নয়ন আমাদের জন্য রেখে যাচ্ছেন অতিথের কোনো রাজনৈতিক দলের প্রধানরা তা করে যেতে পারবেনা। প্রধান অতিথি নির্বাচনে কালো টাকার প্রসঙ্গে বলেন বাস্তবে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে কঠোর প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ প্রার্থীর মুখোমুখি হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল এই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছে। যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন দলীয়ভাবে তাদের এত শক্তি নেই আওয়ামী লীগের সাথে লড়াই করার। বর্তমানে অন্য একটা জায়গা থেকে নির্বাচনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে সেটি কোনো মানুষের সাথে নয় সেটা হলো কালো টাকা। আমার মূল প্রতিদ্বন্দ্বী হলো কালো টাকা। কালো টাকার মানুষরা হাটে-বাজারে বিভিন্ন কথা বার্তা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্ঠা করছে। মাদকের পণ্য মদ প্রসঙ্গে তিনি বলেন ফেসবুক লাইভ চলাকালিন সময়ে এক ভদ্র লোক আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থকে প্রশ্ন করেছেন মদ তো হারাম এটা আপনি কিভাবে দেখছেন প্রতিত্তোরে প্রার্থী বলেন সরকার যেহেতু লাইসেন্স দিয়েছে সেটি হালাল। তিনি হয়তো জানেনা ইসলাম ধর্মে যেটাকে হারাম বলেছেন সেটা হারাম। সরকার যদি লাইসেন্স দিয়েও থাকে সেটি হারাম। ওপরদিকে হালালের ক্ষেত্রেও সেটি বলেছেন ইসলাম। সন্ত্রাস ও চাঁদাবাজ প্রসঙ্গে র. আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন ১৩ বছর যাবত এই সদর-বিজয়নগর আমি সংসদ সদস্য হিসেবে থাকা অবস্থায় বুক ফুলিয়ে বলতে পারবো কোন দিন দুষ্কৃতকারীকে প্রশয় দেয়নি ভবিষ্যতেও দিবোনা। আমি যতদিন এই এলাকার এমপি চেষ্ঠা করেছি শহর ছিনতাই, চুরি, ডাকাতি থেকে শুরু করে নতুন বাড়ি নির্মাণ তৈরি করতে গিয়ে চাদামুক্ত শহর গড়ে তোলার। আপনারা শহরবাসীর জন্য একটি সু-খবর হলো আমি আবারও নির্বাচিত হতে পারলে এই শহরকে পরিছন্ন শহর হিসেবে গড়ে তুলবো৷ ইনশাআল্লাহ আগামী ২০২৫ সালের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা কাজে লাগিয়ে ১১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে। তখন এই শহর বাসী আবর্জনা মুক্ত থাকবে। আগামী ৭ই জানুয়ারী ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট উৎসবে যোগ দিবেন। আপনারা সবাই উন্নয়নের মার্কায় নৌকায় ভোট দিয়ে কালো টাকা প্রতিবাদ জানাবেন। মাদকের কারবারিদের প্রতিবাদ জানাবেন। আপনার ভোটেই নির্ধারণ হবে আগামীর ব্রাহ্মণবাড়িয়া কি মাদক কারবারির কাছে যাবে নাকি যিনি নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলেছে তার কাছে যাবে সিদ্ধান্ত আপনাদের।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ