ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
নীলফামারীতে চলার বাহনও যেন নৌকার প্রচার মাধ্যম
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১২-২৩ ০৯:০৮:২৫
নীলফামারী সদর আসনে (নীলফামারী-২) বাড়ি গিয়ে লিফলেট বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে গণসংযোগ করছেন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এই আসনে টানা পঞ্চমবারের মত বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। এবার নির্বাচিত হলে পঞ্চম বারের মত সংসদ সদস্য হবেন তিনি। ২০০১ সালে অষ্টম সংসদে প্রথম এমপি নির্বাচিত হন আসাদুজ্জামান নূর। নির্বাচন উৎসব মুখর এবং ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করণে আওয়ামীলীগের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন এমনকি ওয়ার্ড কমিটির নেতারা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন নৌকায় ভোট চেয়ে। উঠান বৈঠক, পথসভা, কুশল বিনিময়ে প্রার্থী আসাদুজ্জামান নূর ছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ এর নেতৃত্বে পৃথক পৃথক টিম পরিচালিত হচ্ছে নির্বাচনী প্রচারণায়। এছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দলের বিভিন্ন ইউনিটের একেক নেতা। তবে ব্যতিক্রমী প্রচারণাও দেখা গেছে নৌকা প্রতিকে ভোট চাওয়ার ক্ষেত্রে। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানের নেতৃত্বে যেখানে এই টিম যাচ্ছে শুধু লিফলেট বিতরণ, উঠান বৈঠক, কুশল বিনিময় এমনকি পথসভায় যে বাহন ব্যবহার করা হচ্ছে সেই বাহনও প্রচার ক্ষেত্র হয়ে উঠেছে নৌকা প্রতিকের। তিন চাকার ব্যাটারী চালিত ইজিবাইক থেকেও নৌকায় ভোট চেয়ে শ্লোগান দেয়া হচ্ছে এমনকি ভ্রাম্যমান ভাবেও সভা, মিছিল, লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় করা হচ্ছে। নির্বাচনী প্রচারণা টিমের সদস্য মনিরুজ্জামান মানিক বলেন, ওয়াদুদ ভাইয়ের নেতৃত্বে আমরা যেখানে যাই বা যাচ্ছি সেটা অটোরিকসা, ভ্যান, রিকসা, সাইকেল কিংবা মোটরসাইকেল হোক না কেন ওই বাহনগুলো যেন প্রচারণার অংশ পরিনত হয়। এক মুহুর্ত্বও আমরা চুপ থাকি না, কারণ নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী করার ক্ষেত্রে মানুষ যাতে ব্যাপক ভাবে অংশগ্রহণ করে এই বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন জানান, বিভিন্ন ভাবে প্রচারণা চালানো যায় কিন্তু ব্যতিক্রমী কিছু তো থাকতে হবে। আমরা বক্তব্য দিলাম, সভা করলাম চলে আসলাম এরপরও অনেক ভাবে গণসংযোগ হতে পারে। সেগুলো ব্যবহার করছেন আমাদের ওয়াদুদ ভাই। জানতে চাইলে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, বাড়ি বাড়ি আমাদের কর্মী যাচ্ছে। ভোট চাচ্ছেন। আমাদের দলের সিনিয়র নেতাগণ কাজ করছেন টিম অনুসারে। লক্ষ্য একটাই আমরা নূর ভাইকে ব্যাপক ভোটে জয়ী করতে চাই। আর জন্য আমরা সবাই সম্মিলিত ভাবে মনে প্রাণে কাজ করছি ছুটছি বাড়ি বাড়ি। তিনি বলেন, প্রচারণার ক্ষেত্রে একটি মুহুর্ত্ব যেন অপচয় না হয় সেটি খেয়াল রেখে প্রচারণা চালানো হচ্ছে। যদি কোন অটোযোগে কোথাও আমরা যাচ্ছি ওই বাহনে যারা থাকেন সবাই শ্লোগান দিতে দিতে যান, এখান থেকে লিফলেট বিতরণ করা হয়, কোন স্থানে তাৎক্ষনিক সভা করা হয় এবং মানুষের সাথে কথা বলে কুশল বিনিময় করা হচ্ছে। তিনি বলেন, আমরা অতীতের নির্বাচনগুলোর চেয়ে এবার আরো বেশি ভোটে নূর ভাই জয়ী হবেন এটা আমরা প্রত্যাশা করি এজন্য আমরা কাজ করছি।
ময়মনসিংহ চুরখাই বাজার মৈশালী পুকুরপাড় জমি নিয়ে বিরোধ ও হামলার জেরে থানায় অভিযোগ
বাংলাদেশে ২ কোটি শিশু প্রতিদিন জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন হচ্ছে
আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ
সর্বশেষ সংবাদ