ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সাংবাদিক মাজহারুল ইসলাম মাহবুব মারা গেছেন
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১২-২২ ১০:৫৭:৫৩
জ্যেষ্ঠ সাংবাদিক মাজহারুল ইসলাম মাহবুব মারা গেছেন। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছরে। দৈনিক সাহস পত্রিকার চিফ রির্পোটার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। বাদ জুমা পলাশীর চৌবাজার এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা রিপোর্টাস ইউনিটি(ডিআরইউ)। সেখানে অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় দিয়ে শ্রদ্ধা জানান তার সহকর্মী সাংবাদিক ভাই-বন্ধুরা। এরপর নিউমার্কেট এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এদিকে সবার প্রিয় মুখ মাজহারুল ইসলাম মাহবুব মৃত্যুতে দৈনিক সাহসের অফিসের তার সহকর্মীরা বেদনায় কাতর হয়ে পড়েন। সম্পাদক কবির বিন আনোয়ার তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মাজহারুল ইসলাম মাহবুব তার মা, স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি আমাদের সময়, আমাদের নতুন সময়, আলোকিত বাংলাদেশ, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন