ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কালিয়াকৈরে হোপ ফর চিলড্রেন এর উদ্যোগে প্রাক- বড় দিন পালন
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২৩-১২-২২ ১০:৫৩:২৯
গাজীপুরের কালিয়াকৈরে বড় দিনকে সামনে রেখে নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। শুক্রবার সারাদিনব্যাপি কালিয়াকৈর উপজেলার কালামপুরে হোপ ফর চিলড্রেন এর আয়োজনে প্রাক বড়দিন পালন করা হয়। বিলিভার্স ইস্টার্ন চার্চের ডিকন ফাদার জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিল্ড্রেনের কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাসের সঞ্চালনায় কালামপুর মন্দির মাঠে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংস্থাটির বিনামূল্যে টিউশন প্রোগ্রামের প্রায় ৫০০ জন শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল, হোপ ফর চিল্ড্রেনের বাংলাদেশ কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ঊষারঞ্জন কোচ, আদিবাসী নেতা তরুণ রায়, সুমিত কুমার, অর্জুন সরকার প্রমুখ। পরে নৃত্যানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক বড়দিন উদযাপনের অনুষ্ঠান শেষ হয়।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত