ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কালিয়াকৈরে প্লাষ্টিক শো রুমে অগ্নিকান্ড,ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • ২০২৩-১২-২২ ১০:৫১:০৮
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক বাজার এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে আর.এফ.এল এর প্লাষ্টিক শো রুমে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে শো রুমে থাকা আর এফ এল এর সব ধরনের প্লাষ্টিক ও অন্যান্য পন্য আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত শো রুম মালিকের দাবী অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মৌচাক বাজারের স্থানীয় বাসিন্দা মনির হোসেনের মুনতাহা এন্টারপ্রাইজ নামক আরএফএল শো রুমে রাত ১২ টার দিকে আগুনের ঘটনা ঘটে। রাত বারোটার দিকে হটাৎ ওই শো রুমে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ইলেকট্রিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিস । কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে দুই ইউনিটে দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি। এ ছাড়া প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইলেকট্রিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত