ব্রাহ্মণবাড়িয়ায় ইসি আনিসুর জয়ী প্রার্থীর তালিকা থাকলে প্রকাশ করতে বলুন
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-১২-২২ ১০:৪৮:৫৮
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন-নির্বাচনকে সুষ্টু করতে ব্যালেট সকালে কেন্দ্রে পাঠানোর পাশাপাশি ভোটারকে দেয়া অংশে সীলের পাশাপাশি সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর থাকবে। স্বাক্ষর না থাকলে ভোট বাতিল হবে।
জয়ীদের তালিকা হয়ে গেছে বলে বিএনপি নেতা রিজভীর মন্তব্য সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলে কোন সিলেকশন হবেনা, উনার কাছে এমন তালিকা থাকলে প্রকাশ করতে বলুন। এটা নিয়ে আমার কথা নেই।
যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তারা রাষ্ট্রের কর্মচারী। কোন দলের বা সরকারী কর্মচারী নন।
তিনি আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী এবং নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার তার সাথে ছিলেন।