ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে বিজ্ঞান গ্যালারির উদ্বোধন
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৩-১২-২২ ১০:৪৭:০৮
পূর্ব আকচায় অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে বিজ্ঞান গ্যালারির উদ্বোধন করা হয়েছে ।গতকাল বিজ্ঞান গ্যালারির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ-এর সদস্য (সিনিয়র সচিব) জনাব মোসাম্মৎ নাসিমা বেগম। এই বিজ্ঞান গ্যালারিতে আগুনের আবিষ্কার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির নানান বিষয় ব্যাখ্যা ও ছবি সহ তুলে ধরা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ-এর প্রধান (অতিরিক্ত সচিব) মো. মাহবুবুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাবিবুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব পরিমল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লিজা বেগম, ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইএসডিও নির্বাহী পরিষদের সদস্য আখতারুজ্জামান ও সাকেরুল্লাহ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং ইএসডিও'র উন্নয়ন কর্মীবৃন্দ। লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে এ জাদুঘরের যাত্রা শুরু হলেও পরে আরও তিনটি গ্যালারি সংযোজন করা হয়। এবার নতুন করে যুক্ত করা হলো বিজ্ঞান গ্যালারি। বর্তমানে এ জাদুঘরের গ্যালারিগুলো হলো-তৃণমূল লোকজ গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্যালারি, নদী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি এবং বিজ্ঞান গ্যালারি। প্রত্যেকটা গ্যালারিই আলাদা আলাদা বিষয়বস্তুর উপর ভিত্তি করে সাজানো, যা ইতিহাস ও ঐতিহ্যের শিকড় নতুন প্রজন্মকে জানানোর প্রয়াসে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী