ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ এবং প্রশিক্ষণ প্রদান
- ঠাকুরগাঁ প্রতিনিধি:
-
২০২৩-১২-২২ ১০:৪৫:৪৩
- Print
হারভেস্টপ্লাস এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টর আওতাধীন ১০০ জন অগ্রণী কৃষক-কৃষানিকে প্রশিক্ষণ প্রদান ও তাদের মাঝে জিংক ধান বীজ বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলার গড়েয়ায় আরাজী গুঞ্জরগড় হাই স্কুল মাঠে এই কার্যক্রমের আয়োজন ও পরিচালনা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস এর রিয়েক্টস-ইন প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইউ পি মেম্বার এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তা।অনুষ্ঠানে জিংক ধানের চাষাবাদ, জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধান বীজ উৎপাদন, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান শেষে প্রতিটি কৃষক-কৃষাণীকে ৪ কেজি করে জিংক ধান ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০০ এর বীজ প্রদান করা হয়।