ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে যা হয়েছে বড় বড় জেলাতেও তা হয়নি-আসাদুজ্জামান নূর
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১২-২০ ০৯:৪৮:৪৬

বুধবার দুপুরের পর নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানী বাজার, বারোঘরিয়া, ভবানীর মোড়, ফকিরগঞ্জ ও বরুয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান নূর।
 
এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। 

আসাদুজ্জামান নূর এমপি বলেন, যেদিকে তাকাবেন উন্নয়ন চোখে পড়বে। এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। উদাহরণ টেনে বলেন, নীলফামারীতে যা যা হয়েছে অনেক বড় বড় জেলাতেও তা হইনি। 
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে আমি পরিবর্তন ঘটাতে পেরেছি এটি করার পেছনে আপনাদের ভুমিকা রয়েছে, সাধারণ মানুষের ভুমিকা রয়েছে।
 
তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির ৮০ভাগ পূরণ হয়েছে এখোনো বাকি রয়েছে অনেক কিছু করার, আগামীতে নির্বাচিত হলে শতভাগ পূরণ সম্ভব হবে। 

আগামী ৭ জানুয়ারী উৎসবমুখর পরিবেশে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান তিনি। 
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু ও সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরল শাহ ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত