ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর সদর আসনের নৌকা প্রার্থী ইকবালুর রহিমকে আচরণ বিধি লঙ্ঘন করায় শোকজ
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-১২-২০ ০৯:৪৭:২৬

দিনাজপুর ৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম নির্বাচনে আচরণবিধি লংঘন করার অভিযোগে নির্বাচন পর্যবেক্ষক টিম শোকজ করেছে।

আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে দিনাজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন শোকজের সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ১৯ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান জাতীয় সংসদের হয়ে ইকবাল রহিম বিজয়  র‍্যালি করেছেন। সেই বিজয়ের র‍্যালিতে নৌকা মার্কায় ভোট দিন পরিহিত গেঞ্জি পরিধান করে র‍্যালিতে অংশগ্রহণ করে তার কয়েকশো নেতাকর্মী। যেটি পুরোপুরি নির্বাচন আচরণ লংঘন বিধির অন্তর্ভুক্ত। এই আচরণ বিধি লংঘন করার অভিযোগে আগামী ২৩ ডিসেম্বর দিনাজপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে শোকজ এর ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী