ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন সভা অনুষ্ঠিত
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-১২-২০ ০৯:৪৫:৫৮

দিনাজপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে শহরের মুন্সিপাড়া এলাকায় একটি হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন এলজিইডি-র  সাপোর্টিং রুরাল ব্রিজেস-সুপআরবি প্রকল্পের দিনাজপুর অঞ্চলের অক্যুপেশনাল হেল্থ অ্যান্ড সেফটি অফিসার আব্দুল মাজেদ। সভা পরিচালনা করেন প্রকল্পটির জিবিভি অ্যাডভোকেসি কাউন্সিলর প্রমথেশ শীল। আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা কমিটির সহসাধারণ সম্পাদক রুবি আফরোজ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিত রায় অনিক, দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী কেয়া, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, দিনাজপুর সিডিএ-র রিসোর্স পারসন অনামিকা পাÐে, মানব কল্যান সংস্থার সদস্য আফসানা ইমু, দিনাজপুর প্রথমআলো প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, সাংস্কৃতিককর্মী দুর্জোধন রায় দুর্জয়, আজকের পত্রিকা দিনাজপুর জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েল, সাংবাদিক আব্দুস সাত্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানব সভ্যতা অনেক বারবার ফোন দিচ্ছে উন্নত হয়েছে। তবে এখনো আমাদের মানসিকতার উন্নয়ন অনেকাংশে কম। নারীরা পুরুষের সাথে সকল কাজে অংশগ্রহন করেও নারীবান্ধব কর্ম পরিবেশ তৈরী করা সম্ভব হয়নি। এখনো পত্রিকার পাতা খুললে নারীর প্রতি সহিংসতার খবর চোখে পড়ে। এই সহিংসতাবন্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে পরস্পরের সাথে অ্যালায়েন্স গঠন করতে হবে। নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী