ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
কসবায় প্রচারনায় আইনমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৩-১২-২০ ০৫:৩৮:৫০

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামীলীগ প্রার্থী, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বুধবার সারাদিন তার নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় প্রচারনা চালিয়েছেন।

এসময় মঙ্গলবার ট্রেনে আগুনে ৪ জনের প্রানহানির ঘটনার উল্লেখ করে বলেছেন- এতে কি লাভ। একটাই লাভ,তাদের একজন সাহেব আছেন, উনি লন্ডন বসে ইংলিশ স্যুপ-বিফ খেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে মারতে হয় এটা শেখায়। বিএনপি'র রাজনীতি হচ্ছে বাংলাদেশকে অত্যাচার করে বিরান করে দেয়া। বাংলাদেশ যাতে গনতন্ত্রের সুবিধে ভোগ না করতে পারে, ব্যর্থ রাষ্ট্র হয়ে যেতে পারে সেই চেষ্টা করা। তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে এই অবস্থার জবাব দেয়ার আহবান জানান। 

বুধবার দুপুরে কসবার বাদৈরে এক সমাবেশে একথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবন। মন্ত্রী এছাড়াও তিনলাখপীর, জমশেরপুর,মুলগ্রাম, চারগাছ, রাইতলা, মেহারী, শিমরাইল গ্রামে সমাবেশে বক্তৃতা করেন।

ভোলা ইলিশা জংশন বাজারে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন
পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব
কুমিল্লায় প্রতারক তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী সহ অনেকে
সর্বশেষ সংবাদ