ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
করোনায় সরাদেশে আরও ৩৫ জনের মৃত্যু
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-০১ ০৮:৫২:৪৭

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনসহ মোট চার হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ১ হাজার ৯৫০ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩১৬।

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯৫০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৯৪৬।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯২টি ল্যাবে ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৮ হাজার ১৭৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৭ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত:  ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।
মারা গেছেন: ৪ হাজার ৩১৬ জন।
মোট সুস্থ: ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।
মোট নমুনা পরীক্ষা: ১৫ লাখ ৬২ হাজার ৪১২ টি।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা