ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালিয়াকৈরে অগ্নিকান্ডে একটি বাড়ীর ১৮ কক্ষ পুড়ে ছাই
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৩-১২-১৯ ১১:২২:৪৫

গাজীপুরের কালিয়াকৈরের র্পূব চান্দরা মুন্সিরটেক এলাকায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ডা: সিদ্দিকুর রহমানের একটি টিনসেট বাড়ির ১৮ কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ১৮টি কক্ষের বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে ওই বাড়ীর ভাড়াটিয়া শাকিলের কক্ষ থেকে হঠাৎ আগুন জ্বলে উঠে। র্মূহতের মধ্যে আগুন ওই বাড়ীর অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই পুড়ে যায় ওই বাড়ীর ১৮টি কক্ষসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল।  বাড়ীর মালিকের দাবি আগুনে ১৮টি কক্ষের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এবং আগুন লাগার কারন এখনো নির্ধারণ করা যায়নি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী