ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
শেখ হাসিনা ইউথ ভলেন্টিয়ার পদক-২০২৩ প্রাপ্তিতে মনোনীত হয়েছেন কন্ঠ শিল্পী গামছা পলাশ
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী):
  • ২০২৩-১২-১৯ ১১:১৯:৫৮

শেখ হাসিনা ইউথ ভলেন্টিয়ার পদক-২০২৩ প্রাপ্তিতে সেরা তিন গুনী শিল্পী’র মধ্যে স্থান পেয়ে মনোনীত হয়েছেন ক্লোজআপন ওয়ান তারকা রাজশাহীর কৃতি সন্তান কন্ঠ শিল্পী ওয়াশিম কবির পলাশ ওরফে গামছা পলাশ।

রাজশাহীর কৃতি সন্তান গামছা পলাশ শেখ হাসিনা ইউথ ভলেন্টিয়ার পদক-২০২৩ প্রাপ্তিতে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার জনগন।

২০২৩ সনে এই সর্ব প্রথম বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেশের বিখ্যাত শিল্পীদের মধ্যে তিন জন গুনি শিল্পীকে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার পদক-২০২৩ প্রদান  করা হচ্ছে তার মধ্যে স্থান পেয়েছেন কন্ঠ শিল্পী গামছা পলাশ। গুনি এই কন্ঠশিল্পী রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সায়বাড় গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার পদক-২০২৩ প্রদান এর জন্য সম্প্রতি দেশের প্রায় একহাজার বিখ্যাত গুনি শিল্পীরা আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে সৃষ্ট কর্তৃপক্ষের চুলছেঁড়া যাচাই বাছাই শেষে চুড়ান্ত হিসেবে ৩জন গুনি শিল্পীকে নির্বাচন করেছে কর্তৃপক্ষ। সেরা তিন গুনি শিল্পীর মাঝে স্থান পেয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার আওয়ামী প্রেমী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ক্লোজআপ ওয়ান তারকা ওয়াসিম কবির পলাশ ওরফে গামছা পলাশ।  

শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার পদক-২০২৩ প্রাপ্তিতে মনোনীত হওয়ায় ওয়াশিম কবির পলাশ ওরফে গামছা পলাশকে অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আঃ মান্নান ফিরোজ,  পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান আকতার আলী, বীর মুক্তিযোদ্ধা  আ,ও, ন, ম নূরুল আলম হিরু মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নছিমুদ্দিন নাছিম, দুর্গাপুর শিশু একাডেমীর প্রশিক্ষক ওস্তাদ তারকনাথ মজুমদার, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, সাধারন সম্পাদক মিজান মাহী, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক গোলাম রসুল, প্রতিভা সুর সংগীত শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আমজাদ হোসেন, সভাপতি আঃ সালাম, সাধারন সম্পাদক কন্ঠশিল্পী তরিকুল ইসলাম ডালিম, রাজশাহী বেতার শিল্পী মামুন, দুর্গাপুর শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক রাসেদুজ্জামান রাসেদ, সেলিম আহম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু আরিফ রুবেল, ক্রীড়া সংগঠক ইমন বাবু, প্রত্যাশার দুর্গাপুর গ্রুপের এডমিন মাহবুব আলম, প্রানের দুর্গাপুর গ্রুপের মডারেটর পারভেজ মনি, বিডিক্লিন দুর্গাপুর উপজেলা সমন্বয়ক ও রক্তযোদ্ধা ফউন্ডেশনের নেতা রায়হান আলী, রক্তযোদ্ধা ফাউন্ডেশনের সদস্য শিমুল ইসলাম, রাসেল রানা, মিনহাজুল, ফারজানা,আমাদের দুর্গাপুর গ্রুপের এডমিন সাকিব আল হাসান, খবর রাজশাহী গ্রুপের এডমিন মুকতার হোসেন আলিফ সহ আরো অনেকে। কন্ঠশিল্পী গামছা পলাশ শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার পদক-২০২৩ পাওয়ার আনন্দে শিল্পীর নিজ জন্মভূমি রাজশাহীর দুর্গাপুরে সকল শ্রেনী পেশার জনগন ও ভক্তবৃন্দের মাঝে আনন্দ উল্লাস চলছে। 

এবিষয়ে কন্ঠ শিল্পী গামছা পলাশ বলেন, সারাদেশের গুনি শিল্পীদের মাঝে যাচাই বাছাই করে আমাকে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার পদক-২০২৩ প্রাপ্তিতে মনোনীত করায় সর্বপ্রথম আল্লাহ তায়ালা’র শুকরিয়া আদায় করে বলেন, বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার পদক-২০২৩ কর্তৃপক্ষ ও মনোনয়ন বোর্ডের সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, আমার মতো ক্ষুদ্র একজন শিল্পী শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার পদক-২০২৩ পাওয়ায় আরো সাংস্কৃতিক পেশার প্রতি দায়িত্ব আরো বহুগুন বেড়েগেলো। বাংলার স্বাধীন দেশ প্রাপ্তিতে মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে  বিশেষ সন্মাননা’য় মনোনীত হওয়ায় আমার জীবনে নতুন একটি বিজয় অর্জিত হলো। সকলের নিকট দোয়া কামনা করেছেন কন্ঠশিল্পী গামছা পলাশ।

গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!
শাহরুখ খানকে  ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!