ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে পশু স্বামীর হাতে স্ত্রী খুন
  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৩-১২-১৯ ০৬:৩০:২৭

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়া (ওয়ালটন মোড়) এ সম্পা খাতুন (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পাঠানপাড়া (ওয়ালটন মোড়) এ তরিকুল ইসলাম এর বাসায় নিহত গৃহবধূ সম্পা খাতুন ও তার স্বামী মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪৫), ২ ছেলে ১ মেয়েকে নিয়ে গত নভেম্বর মাস থেকে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মদ্ধে স্বামী-স্ত্রীর মধ্যে পায়েল নামের এক নারীকে কেন্দ্র করে ঝগড়া-ঝাটি ও মনোমালিন্য হয়। কথা কাটাকাটি ও মনোমালিন্যের এক পর্যায়ে ঘাতক মামুন তার স্ত্রী সম্পা খাতুনকে তার শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

ঘাতক নিহতের স্বামী মামুন একজন মাদকাসক্ত সে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া রেলগেট এলাকার মোঃ আবুল কাশেম বিডিআর ছেলে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ঘাতক স্বামীকে ধরতে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী