ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলার শীর্ষ করদাতার সম্মাননা পেলেন রাশেদুজ্জামান পিটার
  • মোঃজহিরুল হক, ভোলা:
  • ২০২৩-১২-১৯ ০৫:০৫:২৩

১০ম বারের মতো ভোলার শীর্ষ করদাতার সম্মাননা পেলেন ভোলা জেলার  লালমোহন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. রাশেদুজ্জামান পিটার। এরমধ্যে টানা ৮ বছর ধরে সর্বোচ্চ করদাতার এ সম্মানটি ধারাবাহিকভাবেই পেয়ে আসছেন তিনি।

মঙ্গলবার দুপুরে বরিশালের হোটেল গ্রান্ড পার্কে অনুষ্ঠিত ২০২৩ সালের সেরা করদাতাদের পুরস্কারের আয়োজন করেন বরিশাল কর অঞ্চল অফিস। বরিশাল অঞ্চলের কর কমিশনার মোঃ সরোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্ত , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রান্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ। অনুষ্ঠানে ২০২৩ সালে রাশেদুজ্জামান পিটারকে ভোলা জেলার র্শীষ করদাতার সম্মাননা প্রদান করা হয়। যার স্বীকৃতি স্বরূপ তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লালমোহনের ব্যবসায়ী রাশেদুজ্জামান পিটার টানা জেলার শীর্ষকরদাতার সম্মাননা পাওয়ায় লালমোহনবাসী তাকে অভিনন্দন ও  শুভেচ্ছা জানিয়েছেন ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী