ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পুঠিয়া-দুর্গাপুর আসনে নৌকা প্রতিককে বিজয়ের লক্ষ্যে দেবীপুরে নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী):
  • ২০২৩-১২-১৮ ১০:৩৬:৪৮

আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী- ৫ পুঠিয়া-দুর্গাপুর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা'কে বিজয়ের লক্ষ্যে দুর্গাপুর পৌরসভার ০১ নং ওয়ার্ড দেবীপুরে নির্বাচনী কমিটি গঠন লক্ষ্যে  সভা অনুষ্ঠিত হয়।  

ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. রহিমুদ্দিন মোল্লা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, শরিফুজ্জামান শরিফ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান, পৌর কাউন্সিলর ও ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক রহিমুদ্দিন ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব শামসুল ইসলামকে ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী