ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে জনসাধারনের সাথে মতবিনিময় সভায় দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম)
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর):
  • ২০২৩-১২-১৮ ০৯:২৪:৩৬

পার্বতীপুর মডেল থানার উদ্যোগে আজ সোমবার বিকেলে স্থানীয় ঢাকা মোড়ের কোচ স্ট্যান্ডে জনসাধারনের সহিত আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনৃষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ  ইফতেখার আহমেদ (পিপিএম)।

ফুলবাড়ি সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ ও পৌর মেয়র আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পুলিশ সুপার সকলের কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং এই উপজেলার মানুষ যেকোন প্রয়োজনে তাঁকে স্মরণ করলে তিনি তাতে আগ্রহভরে সাড়া দেবেন বলে সকলকে আশ্বস্ত করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহবান জানান। রেলেওয়ের বিভিন্ন রুটে লাইনের ফিস প্লেট ও রেল লাইন বিচ্ছিন্ন করার মত যেকোন ধরনের জঙ্গী তৎপরতা ঠেকাতে পুলিশ ও জনসাধারনকে একসাথে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী