ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
চাঁদপুরের ৫টি আসনে ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
  • শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর
  • ২০২৩-১২-১৮ ০৮:৪৫:১২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েছেন চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের ২৯ জন প্রার্থী।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকতা মোঃ কামরুল হাসান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেছেন।

এ সময় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, এনএসআই উপ-পরিচালক শাহ মোঃ আরমান উপস্থিত ছিলেন।

চাঁদপুর-১ (কচুয়া): আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ (নৌকা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত মোঃ সেলিম প্রধান (চেয়ার), জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (মশাল) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন (নৌকা), জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া (লাঙ্গল), সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন বেপারী (একতারা), স্বতন্ত্র এম. ইসফাক আহসান (ঈগল), জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার পেয়েছেন (মশাল) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) : আসন থেকে আওয়ামী লীগের ডাঃ দীপু মনি (নৌকা), স্বতন্ত্র-ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল) মো. রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মোঃ মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: মিজানুর রহমান (ফুলের মালা), জাকের পার্টির মোঃ. কাওছার মোল্লা (গোলাপ ফুল) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): আসন থেকে আওয়ামী লীগের মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া(ঈগল), জালাল আহমেদ (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), তৃণমূল বিএনপি'র মোঃ আব্দুল কাদের (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ড. মুহাম্মদ শাহজাহান (নোঙর), জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৫ (শাহারাস্তি ও হাজীগঞ্জ): আসন থেকে আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম পেয়েছেন (নৌকা) প্রতীক, স্বতন্ত্র গাজী মোঃ মাঈনুদ্দিন (ঈগল) মোঃ শফিকুল আলম(ট্রাক),  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী(চেয়ার), বাংলাদেশ তরিকত ফেডারেশনের এর বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী  (ফুলের মালা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, জেলার ৫টি আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনে আমাদের প্রস্তুতি আছে।

বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ