ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ
  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৩-১২-১৮ ০৬:১৯:১৩

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরের পণ্যবাহী একটি ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপে, এতে ক্ষতিগ্রস্ত ট্রাকটি। রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে সোনামসজিদের কয়লাবাড়ি-মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আবুল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, চিনাবাদাম বোঝাই একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এসময় কয়লাবাড়ি-মুসলিমপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়।

পরে চালক ও সহকারীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির ইঞ্জিনের ক্ষতি হয়েছে। তবে ট্রাকের মালামালের কোনো ক্ষতি হয়নি। সামান্য আহত হয়েছেন চালক মেহেদী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, পণ্যবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা হয়েছে। এতে কয়েকটি বস্তার ক্ষতি হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী