ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজধানীতে ৪টি ছুরিকাঘাতের ঘটনায় আটক ১৫
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-৩১ ০৭:৩১:০৮

রবিবার রাজধানীতে পৃথক চারটি ছুরিকাঘাতের ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার পবিত্র মহরমের দিন পুরান ঢাকার বংশালে ছুরির আঘাতে মুন্না নামে একজন নিহত হন, আহত হয়েছে আরো একজন। এ ঘটনায় প্রত্যক্ষভাবে কাউকে গ্রেপ্তার করা না হলেও আসামিদের ধরতে কাজ করছে পুলিশ। একইদিনে বকশিবাজারে ছুরির আঘাতে নিহত নয়নের ঘটনারও তদন্ত করছে পুলিশ। এছাড়া লালবাগ কেল্লার সামনে কলেজ শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত করে ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, গতকাল সন্ধ্যায় মগবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা