ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
লালমোহনে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের পরিচিতি সভা
  • মোঃ মোকাম্মেল হক, লালমোহন (ভোল):
  • ২০২৩-১২-১৮ ০৬:১৭:৪১

ভোলার লালমোহন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম এর সাথে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ১৮ ডিসেম্বর)  সকালে উপজেলা পরিষদ হল রুমে পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিম, ভোলা জেলা ইনকিলাবের সংবাদদাতা প্রভাষক মোঃ জহিরুল হক,  লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সহ-সভাপতি এনামুল হক রিংকু, সাধরণ সম্পাদক মো. জসিম জনি, যুগ্ম-সম্পাদক শাহীন আলম মাকসুদ, সহ-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অনলাইন জার্নালিস্ট  অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইউসুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরশাদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুশফিক হাওলাদার,সাবেক প্রেসক্লাব সভাপতি  আবদুস সাত্তার, জসিম উদ্দিন,সমকাল প্রতিনিধি আনোয়ার রাব্বী, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, বার্তা সম্পাদক হাসান পিন্টু, ক্রীড়া সম্পাদক অপু হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানঝট সমস্যা, মাদক, বাল্যবিবাহ, খালদখল, শিক্ষার পরিবেশ, মোবাইল কোর্টসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে লালমোহন উপজেলাকে আরও নিরাপদ, সুন্দর গতিশীল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন