ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঝালকাঠিতে ​২স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৩-১২-১৮ ০৪:২০:৫৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে আওয়ামীলীগ মনোনীত আমু-ওমরসহ ১১জন প্রতিদন্ধি প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার, কয়েকজন প্রার্থী, প্রার্থীদের সমর্থন এবং প্রস্তাবকারীরা উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যরিস্টার শাহজাহান ওমর বীরউত্তম পেয়েছেন নৌকা প্রতিক, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির পেয়েছেন ঈগল, অপর স্বতন্ত্রপ্রার্থী ব্যরিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ট্রাক, জাকের পার্টি মনোনীত মাওলানা আবুবকর সিদ্দিক পেয়েছেন গোলাপফুল প্রতিক, জাতীয় পার্টি মনোনীত এজাজুল হক পেয়েছেন লাঙ্গল, তৃণমূল বিএনপির মনোনীত জসিম উদ্দিন তালুকদার পেয়েছেন সোনালী আঁশ, বাংলাদেশের কংগ্রেস মনোনীত মুজিবুর রহমান পেয়েছেন ডাব প্রতিক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মামুন সিকদার পেয়েছেন ছড়ি প্রতিক। 

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বর্তমান এমপি ও আওয়ামীলীগ মনোনীত দলের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ১৪দলের মুখপাত্র সমন্বয়ক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি পয়েছেন নৌকা প্রতিক। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন ইমরান পেয়েছেন লাঙ্গল প্রতিক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. ফোরকান পেয়েছেন আম প্রতিক। প্রার্থীরা প্রতিক পেয়েই নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ শুরু করেছেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনার কর্মসূচী প্রণয়ন করছেন বলেও প্রার্থী ও তাদের সমর্থকের কাছ থেকে জানাগেছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী