ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পুঠিয়া-দুর্গাপুর আসন এমপি পদে লড়ছেন ৬ প্রার্থী
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী):
  • ২০২৩-১২-১৮ ০২:৫৪:০৬

৫৬, রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে লড়ছেন ৬ প্রার্থী।

সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে  ৬ প্রার্থীর মধ্যে ৫জন রাজনৈতিক দল মনোনীত ও একজন স্বতন্ত্র প্রার্থী। 

১৮ ডিসেম্বর পুঠিয়া-দুর্গাপুর আসনে ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পূন্ন করেছে রিটার্নিং কর্মকর্তা। 
 
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা প্রতিক  (নৌকা), জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন প্রতিক (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত মো. আলতাফ হোসেন প্রতিক (একতারা), গনফন্ট মনোনীত পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মকলেসুর রহমান প্রতিক (মাছ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত মো. শরিফুল ইসলাম প্রতিক (নোঙ্গর) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ওবায়দুর রহমান পেয়েছেন ঈগল পাখি প্রতিক। বরাদ্দের পর নির্বাচনে মাঠে নেমে পড়েছেন ৬ সাংসদ প্রার্থী।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত