ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে খেলা পরিচালনার দায়িত্ব পেলেন মেহেদী হাসান
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী):
  • ২০২৩-১২-১৮ ০০:২৭:০৯

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল  টুর্নামেন্ট-এর খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন দুর্গাপুর উপজেলার কৃতি সন্তান  বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর রেফারী মো. মেহেদী হাসান।

তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশেমপুর গ্রামের গোলাম রসুল ও মৃত রোজিনা বেগমের সন্তান। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের খেলা পরিচালনায় রেফারী হিসেবে মো. মেহেদী হাসানকে মনোনীত করায় মনোনীত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দুর্গাপুর উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক মন্ডলী, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার জনসাধারণ। 

আগামী কাল ১৯ ডিসেম্বর বাফুফে ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (TSD) অর্থায়নে ও বাংলাদেশে ফুটবল ফেডারেশন এর সার্বিক তত্ত্বাবধনে বাফুফে একাডেমী এ্যাক্রিডিটেশন স্কিমের আওতায় প্রথমবারের মত সমগ্র বাংলাদেশে বাফুফে কর্তৃক স্টারপ্রাপ্ত ১৬৯ টি একাডেমীর অংশগ্রহণে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সারাদেশের ২৮ টি ভেন্যুতে বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভেনু গুলোর মধ্যে নড়াইল ভেন্যুতে যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজশাহী দুর্গাপুরের কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে'র রেফারি মো. মেহেদী হাসান।
 
টুর্নামেন্টের উদ্বোধন থেকে সমাপনী পর্যন্ত সুষ্ঠু সুসম্পন্নভাবে খেলা পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেজন্য রেফারী মো. মেহেদী হাসান সকলের নিকট দোয়া কামনা করেছেন।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স