পটুয়াখালীতে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী এ্যডভোকেট আফজাল হোসেনসহ ৩ জন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তারা এসব মনোয়নপত্র প্রত্যাহার করেন।
প্রত্যাহারকৃত প্রার্থীর মধ্যে রয়েছে পটুয়াখালী-১ (সদর- মির্জাগঞ্জ-দুমকি) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হাসীব আলম ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের তৃণমুল বিএনপির মো. ওবায়দুল ইসলাম। অপর দিকে, পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বাতিল হওয়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. নাসির উদ্দিন তালুকদারের মনোনয়নপত্র আপিলে বহাল হয়েছে।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১ আসনে আওয়ামীলীগের সাথে আসন বন্টন হওয়ায় আওয়ামীলীগের প্রার্থী মো. আফজাল হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং এ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ.বি.এম রুহুল আমিন হাওলাদার জোট প্রার্থী হিসেবে বহাল রয়েছেন।
পটুয়াখালীর ৪ টি আসনে মোট ২২ জন প্রার্থী চূড়ান্ত হলেন। এদের মধ্যে পটুয়াখালী-১, ৩ ও ৪ আসনে ৬ জন করে এবং পটুয়াখালী-২ আসনে ৪ জন প্রার্থী রয়েছেন।
পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪ টি আসনে ২৮ টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বাছাইয়ে ৪ টি বাতিল হলে এদের একজনের মনোনয়নপত্র আপীলে বহাল হয়। আজ প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে ২২ জন প্রার্থী বহাল রয়েছেন।