ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৩-১২-১৭ ০৮:৩০:৫১

মহান বিজয় দিবস উপলক্ষে শহরের গোবিন্দ নগর মুন্সিরহাটে অবস্থিত ১২ আউলিয়া মাজারের আসেকানদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী নানা আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় ২২ টি ইভেন্টে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশ নেয়। 

পরে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ১২ আউলিয়া মাজারের সভাপতি ও সাবেক মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  মোঃ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জমান আরা বেগম বন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর রুনা লায়লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শরীফ।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স