ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে যুবদের উৎপাদিত পণ্যের প্রচারে যুব উৎসব অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১২-১৭ ০৬:৩৩:১০

নীলফামারীর জলঢাকায় যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুবদের উৎপাদিত পণ্যের প্রচার ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী ওই উৎসব অনুষ্ঠিত হয়।
 
উন্নয়ন সংস্থা প্লান বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এই উৎসবের আয়োজন করে।
উৎসবের উদ্বোধন করেন নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান। এসময় প্রধান অতিথির বক্তৃতা দেন জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকবর আলী। 

উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিলাক ভুবন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, জলঢাকা উপজেলা প্রওাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জলঢাকা রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত প্রমুখ।

উৎসবে আটটি স্টলে যুবদের উৎপাদিত পণ্য আটটি স্টলে প্রদর্শন করা  হয়। এসময় অতিথিরা এসব স্টল পরিদর্শণ করেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত