ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বিভিন্ন আয়োজন এর মাধ্যমে ১৬ই ডিসেম্বর এর অনুষ্ঠান কাশিয়ানী উপজেলায় পালিত
  • মিম্মা খানম, কাশিয়ানী (গোপালগঞ্জ)
  • ২০২৩-১২-১৭ ০৬:০২:১১

১৬ই ডিসেম্বর (শনিবার) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু করেন, পরবর্তীতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর (হিল্টু), কাশিয়ানী অফিসার্স ইনচার্জ, জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে (শান্তির প্রতীক )মুক্ত আকাশে কবুতর উড়িয়ে দেন।

পরবর্তীতে জাতীয় সংগীতের সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন, জাতীয় পতাকা উত্তোলন শেষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান এর স্বাগত বক্তব্যোর মাধ্যমে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কাউট দল সহ পুলিশবাহিনী ,আনসার বাহিনী, ফায়ার সার্ভিস উপস্থিত ছিলেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাশিয়ানী, মিলন সাহা, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী ইজাজুল করিম,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কাশিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান লো মোহাম্মদ আলী (খোকন) শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ানী উপজেলা শাখার উপদেষ্টা, এডভোকেট মোঃ ফারুক মোল্লা সহ প্রমুখ ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত