নরসিংদীর বেলাবতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাএবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার(১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূঁইয়া রিটন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হাসান,থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা।আরো উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান খাঁন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর আনোয়ার হোসেন ভূঁইয়া আঙ্গুর,যুদ্ধকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাফিজ ভূঁইয়াসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান ও বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।