ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৩-১২-১৪ ০৫:৪৮:৩০
পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিটে পুরাতন জেল খানাস্থ গণকবরে পুষ্পস্তাবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ- সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. সুলাতান আহমেদ মৃধা, সৈয়দ বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শৈলেন চন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তাবক অর্পণ শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ডিসি বাংলো মসজিদের ইমাম মাওলানা মো.আশ্রাফ আলী। এ ছাড়া বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের স্মরনে জেলা প্রশাসক কার্যালয় হতে সার্কিট হাউজ সড়ক পর্যন্ত মোমবাতি প্রজ্জ্বলন, সন্ধ্যা ৬ টায় ডিসি স্কয়ারে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, বাদ যোহর মসজিদ মন্দির, গীর্জায়, প্যাগোডা সমূহে মোনাজাত- প্রার্থনা। ১৩ ডিসেম্বর ছিল শিশুদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী