ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
উপজেলা নির্বাহী অফিসারকে সংবর্ধনা
  • মিম্মা খানম, কাশিয়ানী (গোপালগঞ্জ):
  • ২০২৩-১২-১৩ ১২:১০:২০

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও উপজেলায় গতকাল ১১ঃ৩০ মিনিটের সময়, জাতীয় মানবাধিকার সোসাইটি ও কাশিয়ানী সাংবাদিক ফোরাম এবং বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান কে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মোঃ লিটন শিকদারের সভাপতিত্বে এবং মোঃ শহিদুল আলম মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া।

বাংলাদেশ প্রেস ক্লাব কাশিয়ানী উপজেলা শাখা ও কাশিয়ানী সাংবাদিক ফোরামের সাংবাদিক নেতা এবং নেতৃবৃন্দ বক্তব্য উল্লেখ করেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান একজন সৎ, মানবিক, দক্ষ অফিসার কাশিয়ানী উপজেলার সর্বস্তরের জনগণ আখ্যায়িত করেন স্বাধীনতার পর থেকে এই প্রথম আমরা মোঃ মেহেদী হাসানের মত একজন সৎ, দক্ষ, মানবিক, নির্বাহী অফিসার আর কখনোই আসেনি, আমরা দীর্ঘ এক বছর আট মাস পেয়েও মনে হচ্ছে আরো বছরকে বছর থাকলে কাশিয়ানী উপজেলার সর্বস্তরের জনগণ সেবামূলক কার্যক্রম উত্তর উত্তর পেতাম।

সেই সাথে অত্র উপজেলা সর্বস্তরের জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের জন্য দোয়া করেন তিনি যেন, পদোন্নতি পেয়ে জেলা প্রশাসক হয়ে, আমাদের গোপালগঞ্জ জেলাকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাস্তবায়নকে ধরে রাখার জন্য অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করতে পারে, মেহেদী হাসান স্যারের জন্য, জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন রাখেন, কাশিয়ানী উপজেলার সর্বস্তরের জনগণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল মোল্লা কার্যনির্বাহী সদস্য ও উপদেষ্টা জাতীয় মানবাধিকার সোসাইটি উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মাওলা শেখ বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ শেখ, সহ-সভাপতি মোঃ খাইরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল মোল্লা (ঝালু), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পান্নু খলিফা, সাংগঠনিক সম্পাদক (১) সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক (২) ফারহানা শাউলি , দপ্তর সম্পাদক মিম্মা খানম, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদিকা রুপা খানম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান খলিফা, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহাজান মৃধা সহ প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী