দিনাজপুরে চলছে, ৪ দিনব্যাপী কথ্বক নৃত্য কর্মশালা।
দিনাজপুরের নৃত্য চর্চার বলিষ্ঠ সংগঠন 'অগ্নিলা নৃত্য নিকেতন' এর আয়োজনে ১১ ডিসেম্বর হতে শুরু হয়েছে কথ্বক নৃত্য কর্মশালা।চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
৪ দিনব্যাপী এ কর্মশালায় ঢাকা হতে আগত কথ্বক নৃত্য গুরু সাজু আহম্মেদ প্রশিক্ষণ দিচ্ছেন।তৎকার, তেহাই, টুকরা, তোড়া, লাড়ি, কথ্বক নৃত্যর বনসমুই ইত্যাদির উপর ৩০জন প্রশিক্ষনার্থী এই কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন।
এ বিষয়ে অগ্নিলা নৃত্য নিকেতন এর পরিচালক ও কর্মশালার প্রধান সমন্বয়কারী রওনক আরা হক নিপা’র বলেন, দিনাজপুরের নৃত্য শিল্পীদের মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে নৃত্য শিল্পী হিসেবে গড়ে তোলাই অগ্নিলা নৃত্য নিকেতনের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষক ঢাকা হতে আগত কথ্বক নৃত্য গুরু সাজু আহম্মেদ অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার বাহিরে যেকোনো শিল্প চর্চায় শিশুদের উৎসাহিত করলে শিশুরা শৈশব থেকেই সৌন্দর্য্যে বোধ নিয়ে বেড়ে উঠে। শিল্পের প্রধান শর্তই হচ্ছে সৌন্দর্য্যে চর্চা। তাই পড়াশুনার পাশাপাশি নৃত্য চর্চা করা দরকার।