ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নীলফামারীতে প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১২-১৩ ০৪:১৪:২২

নীলফামারীর কিশোরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই প্রতিযোগীতার আয়োজন করে জেলা ক্রীড়া দফতর। 

দৌড়, মোরগ লড়াই, বল নিক্ষেপ, ফুটবল, বল পাস, যেমন খুশি তেমন সাজো, নৃত্য, সঙ্গিত সহ বিভিন্ন প্রতিযোগীতায় উপজেলার ছয়টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের এক’শ জন অংশ গ্রহণ করেন।
 
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুমন ইসলাম। 

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, প্রতিবন্ধীদের সাহায্য করি, দেশের কল্যাণে এগিয়ে আসি, শ্লোগানে ক্রীড়া পরিদফতরের ব্যবস্থাপনায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স