ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
  • ঝালকাঠি প্রতিনিধি:
  • ২০২৩-১২-১৩ ০৩:১৭:০০

মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র। বুধবার সকালে সংস্থাটির কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন শিবলী। 

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ, আশা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হক, ডিভিশনাল ম্যানেজার মো. জসিম উদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদ-সহ আশার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধ ও ফিজিওথেরাপি সেবা সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিদিন নামমাত্র ২০ টাকা ফি দিয়ে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে জানিয়েছেন আশা কর্তৃপক্ষ।

বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত
টাঙ্গাইলে বুরো হাসপাতালের শুভ সূচনা
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
সর্বশেষ সংবাদ