৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট ক্রীড়াঙ্গণ গড়ার লক্ষে নীলফামারীতে ‘ক্রীড়া র্যালি’ হয়েছে জেলা ক্রীড়া বাংলাদেশ ক্রীড়া ফেডারেশনের উদ্যোগে।
আজ দুপুরে শিল্পকলা অডিটোরিয়াম থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবাহাত আলী সাব্বু।
খেলোয়ার, ক্রীড়া সংগঠক, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা, সাবেক খেলোয়ারবৃন্দসহ শিক্ষার্থীরা এতে অংশ নেন।