নীলফামারীর সোনারায় সংগলশী কলেজের প্রভাষক প্রয়াত বাদল চন্দ্র রায়ের ঋণ ও বীমা পলিসির অর্থ হস্তান্তর করেছে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি.(কালব)।
মঙ্গলবার দুপুরে শহরের থানাপাড়াস্থ কালব কার্যালয়ে প্রয়াত বাদল চন্দ্রের সহধর্মিনী সুমিতা রানী রায়ের কাছে এ অর্থ হস্তান্তর করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
নীলফামারী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান শহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন কালব এর জেলা ব্যবস্থাপক ইমরান আহমেদ।
শিক্ষক কর্মচারী কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ১ লাখ ১ হাজার ৭’শ টাকা ঋণ নিয়েছিলেন তিনি এছাড়া ১৩হাজার টাকা সঞ্চয় করেছিলেন।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে কালব ঋণের টাকা মওকুফ করে এবং সঞ্চিত অর্থের দ্বিগুন টাকা এবং সৎকার বাবদ ৫হাজার টাকা প্রদান করে। যার ঋণের চেক ও সঞ্চিত অর্থের দ্বি-গুন টাকা আজ হস্তান্তর করা হলো।