ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বাংলাদেশের কৃষিকে আধুনিকায়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-১২-১২ ০৫:০০:৩৯

ফরিদপুরে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ ডিসেম্বর সকাল ১০ সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং কৃষি মন্ত্রনালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর বাস্তবায়নাধীন দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
 
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউটের মহা পরিচালক শাহজাহান কবির, ফিল্ড সার্ভিসের পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, প্রগ্রাম কো অডিনেটর মোঃ মিজানুর রহমান, ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার কৃষি কর্মকর্তা ও কৃষকগন।

এ প্রকল্পের আওতায় ৫ টি ফল ও ১০ টি সবজিসহ  মোট ১৫ টি ফসলকে চাষাবাদে আধুনিকায়ন করা হবে এবং ২ লক্ষ ১৭ হাজার কৃষককে স্মার্ট কৃষক হিসেবে প্রশিক্ষিত করা হবে। 

এই প্রোগ্রামের মাধ্যমে দেশে ফল ও সবজির আবাদ এলাকা ৩ লক্ষ হেক্টর, জলবায়ুসহিষ্ণু উচ্চফলনশীল ধানের জাতের আবাদ এলাকা ২ লক্ষ হেক্টর, ধান ব্যতীত অন্যান্য দানাদার ফসল ডাল ফসল, তেল ফসল ও উদ্যান ফসলের আবাদ এলাকা ২ লক্ষ হেক্টর এবং উন্নত আধুনিক সেচ এলাকা ১ লক্ষ হেক্টর বৃদ্ধি করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী