ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক ছিলেন দূরদর্শীসম্পন্ন কর্মবীর মানুষ: উপাচার্য
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১২-১২ ০৪:৫৭:০৮

বাংলাদেশের কার্ডিওলজির পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. আব্দুল মালিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ উপরোক্ত কথা বলেন।  

১১ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  এর শহীদ ডা. মিল্টন হলে হৃদরোগ বিভাগ এ স্মরণসভার আয়োজন করে। 

ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন,  তিনি বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা ও ব্যবস্থাপনার পথিকৃৎ। বঙ্গবন্ধুর সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি বঙ্গবন্ধুর পিতামাতাকেও সেবা দিয়েছিলেন। তিনি সারা জীবন মানুষকে সেবা দিয়েছেন। যারা তার ছাত্র তারাও মানুষকে সেবা দিয়েছে। তিনি বলেন, তাঁকে নিদর্শন হিসেবে, তাঁকে আদর্শ ও উদাহরণ হিসেবে আমরা নিজেদের গড়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদের সভাপতিত্বেস্মরণ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কেএম এইচ এস সিরাজুল হক, অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. একেএম ফজললুর রহমান, হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আল রিজভী,  অধ্যাপক ডা. মোঃ জালাল উদ্দিন , বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, জাতীয় অধ্যাপক ব্রিগে. জেনারেল (অবঃ) ডা. আব্দুল মালিকের কন্যা অধ্যাপক ডা. ফজিলাতুন্নেছা মালিক প্রমুখসহ তাঁর প্রাক্তন সহকর্মী ও শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় পথিকৃৎ হলেন প্রয়াত অধ্যাপক ডা. আব্দুল মালিক। বীজ স্বরূপ তার ছাত্ররা আজ মহীরূপে পরিণত হয়েছে। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন সারাদেশে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় সেবার পাশাপাশি হার্ট ফাউন্ডেশনে একাডেমিক কার্যক্রমও যুক্ত হয়েছে। যেখানকার ছাত্ররা আজ সারাদেশে  হৃদরোগীদের সেবা দিয়ে যাচ্ছে। হৃদরোগের চিকিৎসায় অবদানের জন্য তিনি বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
  
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান।

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ