ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
মিনি ঠিকাদারদের সমস্যা সমাধানে আরইবি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১২-১১ ০০:৩০:১৭

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) মিনি ঠিকাদার কল্যাণ সমিতির মত বিনিময় সভা ও নতুন কমিটি গঠন উপলক্ষে ৯ ডিসেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহ্বায়ক কমিটির সভাপতি শেখ শাহবাজ আলীর সভাপতিত্বে সভায় বিভিন্ন জোনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাব্বির আহমেদ বিস্তারিত তুলে ধরেন। বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান রয়েল, আব্দুল করিম (যশোর জোন), নাসির উদ্দিন (কুমিল্লা), ইঞ্জি. জুয়েল হাওলাদার (বরিশাল), শফিকুল ইসলাম বাদল (বগুড়া),নজরুল ইসলাম (রাজশাহী), তৌহিদুল ইসলাম (ময়মনসিংহ), সোহেল রানা (ঢাকা উত্তর), গোলাম কাইয়ুম সোহেল (ফরিদপুর), আবুল কাসেম (ঢাকা- দক্ষিণ), বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (চট্টগ্রাম), কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহ্বায়কগণ শেখ আহম্মদ উজ্জ্বল,  হিমেল মন্ডল, জামিল হোসেন, খন্দকার জহিরুল ইসলাম, বিনয় দেবনাথ, আতিকুর রহমান, ইঞ্জি. ফারুকুল ইসলাম, সাব্বির আহমেদ ও আরইবি’র আইন উপদেষ্টা তালুকদার রুমি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন সদস্য সচিব মোরশেদ আলম।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ‘শতভাগ বিদ্যুৎতায়ন’-এর ঘোষণা বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় ঠিকাদাররা যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন মিনি ঠিকাদাররা চরসহ দুর্গম এলাকায় গিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করেছে। ফলে বাংলাদেশের সবখানে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৭ সালের ১৪ নভেম্বর মিনি ঠিকাদারদের বড় প্রকল্প কাজে অংশগ্রহণের জন্য সার্কুলার জারি করে। মিনি ঠিকাদাররা ২০২৩ সালের জানুয়ারী পর্যন্ত পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সকল ধরনের ঠিকাদারি কাজে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু বড় ঠিকাদারদের কারসাজির কারণে এ সার্কুলার চলতি বছরের ৩১ জানুয়ারি বাতিল করা হয়।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ব্যাপক ভূমিকা পালন করলেও অনেক সময় প্রশাসনিক নানা জটিলতায় ঠিকাদারগণ পিছিয়ে পড়ছেন। এ সমস্যা সমাধানে তারা আরইবি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন শেখ শাহবাজ আলীকে সভাপতি ও সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে।

যেখানে চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, কারণ অজানা