ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে দিনাজপুরে আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৩-১২-১০ ১০:৫০:৫১

বিএনপির কেন্দ্রীয় কমুসুচির অংশ হিসাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার সকাল ১০ টার দিকে  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আইনজীবী সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল হালিম। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাড. মাহফুজুর রহমান খান বিপুল সঞ্চালনায় সহ-সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, খয়রাত আলী, এ্যাড. ইমাম আলী, যুগ্ম সম্পাদক এ্যাড. আনোয়ারুল আজিম সরকার খোকন, দপ্তর সম্পাদক এ্যাড. আইনুল হক, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নওশাদ আলী, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মােফাজ্জল হোসেন দুলালের সহধর্মিনী মোসাঃ রীনা ইয়াসমীন, কাহারোল উপজেলা মহিলাদলের সভাপতি শামীমা পারভীন,  নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি শাবানা বেগম, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ ফখরুদ্দীন আলী আশরাফ রঞ্জু, মোঃ রাশেদুল ইসলাম মানিক, জেলা কৃষকদল নেতা মোঃ বেলাল হোসেনসহ আইনজীবী ফোরামের অন্যান্য সদস্য, বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দিনাজপুরে  গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানানো হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী