ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ইএসডিও জেন্ডার সেলের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত
  • ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • ২০২৩-১২-১০ ১০:৪৫:৩০

নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

ইএসডিওর প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে ইএসডিওর জেন্ডার সেলের আয়োজনে রবিবার বেগম রোকেয়া দিবস ২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় ইএসডিও জেন্ডার সেলের ভাইস চেয়ারম্যান এবং ইকো পাঠশালা এন্ড কলেজের উপাধ্যক্ষ জহুরাতুন নেছার সভাপতিত্বে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ইএসডিও'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এসডিসি এবং পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার।আরো বক্তব্য রাখেন  ইএসডিও'র মাইক্রোফিনান্স ডিপিসি স্বপন কুমার সাহা, ইএসডিও'র সিনিয়র এপিসি মো: তোফাজ্জল হোসেন, কো অর্ডিনেটর রত্না সরকার প্রমুখ৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও'র জেন্ডার সেলের ফোকাল পার্সন ও ইএসডিও'র সিনিয়র কো- অর্ডিনেটর সামসুৎ তাবরীজ। 

এছাড়াও আলোচনা সভায়  ইএসডিও'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষক বৃন্দ  উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত