ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরে পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৩-১২-১০ ১০:৪২:৪৮

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরে শুরু হয়েছে জেলা পুলিশের আয়োজনে ( বালক ও বালিকা ) কাবাডি প্রতিযোগিতা-২০২৩ । এতে জেলার ১৩টি থানার ১৩টি দল অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর বড় ময়দানের স্পোর্টস ভিলেজে এ প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ.পিপিএম(সেবা)। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মমিনুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নূর-এ-আলম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

উদ্বোধনী খেলায় অংশ নেয় হালকা হলুদ রঙের জার্সি পরে কাহারোল থানা বনাম টিয়া রঙের জার্সি পরে ঘোড়াঘাট থানা। খেলার নির্ধারিত সময়ে ৪৩-১৪ পয়েন্টে বিজয়ী হয় কাহারোল থানার খেলোয়াড়রা। একই দিনে অপর খেলায় অংশ নেয় ধুসর রঙের জার্সি পরে চিরিরবন্দর থানা বনাম গাড় সবুজ রঙের জার্সি পরে নবাবগঞ্জ থানা। খেলার নির্ধারিত সময়ে ৩১-২ পয়েন্টে বিজয়ী হয় চিরিরবন্দর থানার খেলোয়াড়রা। 

খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও কাবাডি ফেডারেশনের সদস্য মো. কামরুজ্জামান। তাকে সহযোগিতা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আনোয়ারুল ইসলাম, মো. সামসুল হক, মো. আব্দুল লতিফ, জামাল মিয়া, মো. হাবিবুর রহমান, মো. রাশেদুল ইসলাম ও শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিন্নাহ আলম মামুন, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, জেলা ক্রাড়া সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুণ, খেলোয়াড়বৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রিড়াপ্রেমি দর্শক। অনুষ্ঠান সঞ্চালনা ও ধারা বর্ণনায় ছিলেন কনস্টেবল মনোয়ার হোসেন।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ‘ক’ গ্রুপে সদর থানা কাবাডি দল, কাহারোল থানা কাবাডি দল, ঘোড়াঘাট থানা কাবাডি দল, বোচাগঞ্জ থানা কাবাডি দল, বীরগঞ্জ থানা কাবাডি দল, পার্বতীপুর থানা কাবাডি দল ও বিরামপুর থানা কাবাডি দল। ‘খ’ চিরিরবন্দর থানা কাবাডি দল, নবাবগঞ্জ থানা কাবাডি দল, বিরল থানা কাবাডি দল, ফুলবাড়ী থানা কাবাডি দল, খানসামা থানা কাবাডি দল ও হাকিমপুর থানা কাবাডি দল।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স