ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু:
  • ২০২৩-১২-১০ ১০:৪১:০৭

"সবার জন‌্য মর্যাদা, স্বাধীনতা এবং ন‌্যায়‌ বিচার" এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে  বিশ্ব মানবাধিকার  দিবস। 

জেলা প্রশাসন ও মানবাধিকার কমিশনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি রেলি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। রেলি শেষে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জয়দেব সরকার, র্্যাবের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মালেক ও সাধারন সম্পাদক আবদুল্লা ইউসুফ। এসময় জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী